Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৫:৫০ পিএম


বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামে।

জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের প্রবাসী আফছার উল্লাহ,র স্ত্রী মোছাঃ হোসনে আরা(৫৫) বাড়ির পাশে কাজ করছিলেন। এসময় ঝড়ে ছিড়ে পড়া বিদ্যুৎতের তাঁর হোসনে আরা বেগমের শরীরে লেগে যায়। হোসনে আরা বেগম অনেকক্ষণ বাঁচার চেষ্টা করেও বাঁচতে পারেননি। সকাল প্রায় ৭টার দিকে বাড়ির অন্যান্য লোকজন হোসনে আরা বেগমকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে তোলার চেষ্টা করলে তাদের শরীরে বিদ্যুৎতের শর্ট লাগে। এ সময় তাদের শোর-চিৎকার শুনে বাড়ির ও আশপাশের লোকজন এগিয়ে এসে হোসনে আরা বেগমকে বিদ্যুৎতের তাঁরের সাথে পেচানো মৃত অবস্থায়  দেখেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিদ্যুৎতের তার ছিড়ে পড়ার পর থেকে তাঁরটি সরানোর জন্য বিদ্যুৎ অফিসকে  অবগত করা হয়। কিন্তু বিদ্যুৎ অফিসের কেউ না আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

কেএস 

Link copied!