Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে ৩ ফার্মেসীকে জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৬:৪০ পিএম


খাগড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে ৩ ফার্মেসীকে জরিমানা

গড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় অপরাধে ৩ ফার্মেসীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলার  আদালত সড়ক ও শাপলা চত্ত্বরে অভিযান পরিচালনা করে ৩ ফার্মেসীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা।

অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং জেলা পুলিশের সদস্যরা।

মেয়াদবিহীন কাটা ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় আদালত সড়কের উষমী ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় ডিজিটাল ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় শাপলা চত্ত্বরের নাসির ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

খাগড়াছড়ি জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা বলেন, জেলার প্রতিটি স্থানে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কেএস 

Link copied!