Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও কুরআন সবক অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৬:৫০ পিএম


দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও কুরআন সবক অনুষ্ঠিত

ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান দারুলহুদা মডেল মাদরাসা কোদালপুর ক্যাম্পাসে ২০২২ শিক্ষা বর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও এক ঝাঁক শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে ৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুলহুদা মডেল মাদরাসার সম্মানিত পরিচালক এনামুল হক শামীম ৷ অন্যতম পরিচালক এনামুল হক সাদী বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৷ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বর্ণপদকপ্রাপ্ত জাতীয় শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব মাওলানা মুফতি আবুল কাশেম আল আজাদ ৷ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দারুলহুদা মডেল মাদরাসা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে ৷ অল্প সময়ের ব্যবধানে মাদরাসাটি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে ৷

তিনি বলেন, যে কুরআন সাড়ে চৌদ্দশত বছর পূর্বে নাজিল হয়েছিল, সে কোরআনকে ধারণ করার জন্য আজকে যারা কোরআন সবক নিল তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান ৷ সমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও জুলুমমুক্ত করার জন্য কোরআনী শিক্ষার বিকল্প নেই ৷ তিনি আরো বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ ৷ আজকের শিশুকে সৎ চরিত্রবান ও যোগ্য করে গড়ে তোলার জন্য দারুলহুদা মডেল মাদরাসা প্রয়াস চালিয়ে যাচ্ছে ৷ আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করি ৷

উদ্বোধনী বক্তব্যে দারুলহুদা মডেল মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা দীদার মাহদী বলেন, আমরা ব্যতিক্রমী এক শিক্ষা দেয়ার জন্য দারুলহুদা মডেল মাদরাসার যাত্রা শুরু করেছি ৷ এখানে পড়াশোনা করে একজন শিক্ষার্থী যেমনিভাবে পবিত্র কোরআন শিখবে ৷ পাশাপাশি তাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সুবিন্যস্ত সিলেবাস রয়েছে ৷ আগামী প্রজন্মকে সৎ, দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য আমরা এক ঝাঁক শিক্ষক মন্ডলী কাজ করে চলেছি ৷

এবি

Link copied!