Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পেকুয়ায় ছাত্রীকে উত্যক্ত করার দায়ে শিক্ষকের কারাদণ্ড

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৬:৫৮ পিএম


পেকুয়ায় ছাত্রীকে উত্যক্ত করার দায়ে শিক্ষকের কারাদণ্ড

কক্সবাজারের পেকুয়ায় ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক মাদরাসা শিক্ষককে এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পেকুয়ার নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা ভ্রমমাণ আদালত বসিয়ে তাকে এ সাজা দেয়া হয়। এর আগে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক আমির হোসেনকে (২৮) টইটং জামিয়াতুল আল আফকার ইসলামীয়া নুরানী মাদরাসা থেকে আটক করে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো. ফরহাদ আলী জানায়, আমির হোসেন নুরারী মাদরাসার শিক্ষক। ওই মাদরাসার এক শিক্ষার্থীকে সে প্রায় সময় উত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানায়,আমির হোসেনের বাড়ি টেকনাফ উপজেলায়। গত পনের মাস আগে টইটং জামিয়াতুল আল আফকার নুরানী মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। সে মাদরাসার একাধিক শিক্ষার্থীকে অশালীন আচরণ করে মুঠোফোনে ভিডিও ধারণ করে। পরে ব্ল্যাক মেইলিং করে তাদের সাথে খারাপ আচরণ করতো। ভিটামিন শিক্ষার্থীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে ওই শিক্ষার্থী বর্তমানে অন্য মাদরাসায় পড়ালেখা করছে।

এসএম

Link copied!