Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

দোহারে চায়না জাল পুড়িয়ে ধ্বংস

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৯:২৭ পিএম


দোহারে চায়না জাল পুড়িয়ে ধ্বংস

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া  খারাকান্দা এলাকার একটি চায়না জাল কারখানা ও গোডাউনে অভিযান করে বিপুল পরিমাণ চায়না ধোঁয়ার  জব্দ করেছে দোহার উপজেলা প্রশাসন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কারখানাটিতে অভিযান করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। জব্দ কৃত মোট জালের সংখ্যা ৫৩৫টি (দুই ট্রাক) যাহার বাজার মূল্য আনুমানিক ২৪ লক্ষ সাত হাজার পাঁচশত টাকা।

এ বিষয়ে দোহার উপজেলায় সহকারী কমিশনার ভূমি মুস্তাফিজুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি খারাকান্দায় চায়না জালের গাড়ি লোড করা হচ্ছে। তখনই আমরা দ্রুত ঘটনা স্থানে চলে যাই। আমরা সেখানে কোন মালিক পক্ষ পাইনি একজন ট্রাকের হেল্পার ইমরান ও কারখানার শ্রমিক মোক্তার হোসেন নামে দুই জনকে অটক করি। পরে তাদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ধারা অনুচ্ছেদ ৫ এর ২ উপধারায় (খ) পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত জাল সোমবার বিকেলে উপজেলার মৈনটঘাট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষে জনসার্থে এধরণের অভিযান চলমান থাকবে।

অভিযানে সহযোগিতা করেন, মৎস সম্পাসারণ কর্মকর্তা পলি রানি দাস, দোহার থানা পুলিশ।

কেএস 

Link copied!