Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কাশিমপুর কারাগারে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২২, ১০:৫২ এএম


কাশিমপুর কারাগারে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি ফারমার্স ব্যাংকের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহতের নাম গাজী সালাহ উদ্দিন (৬০)। সালাহ উদ্দিন পটুয়াখালী জেলার আদালতপাড়ার নিরাল নিলয় মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা। তিনি ঢাকার মোহাম্মদপুরের ২১২ শেরশাহ সুরি রোডের বাসিন্দা। তিনি দুদকের একটি মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ওই কারাগারে বন্দি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে বন্দি সালাহ উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, গাজী সালাহ উদ্দিন দি ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন ক্রেডিট প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এআই 

Link copied!