Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গাতে ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৩:৩১ পিএম


মাটিরাঙ্গাতে ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি সদস্যরা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২২২৬/২-আরবি এলাকায় অ্যাম্বুলেন্স অবস্থান করে। মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি’র অধীনস্থ চালিতাছড়া বিওপি হতে শাড়ি ও লেহেঙ্গার চালান জব্দ করা হয়।

৪০ ব্যাটালিয়ন বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর  আনুমানিক সাড়ে দশটার দিকে বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযানে যায় বিজিবি। পরে সীমান্ত পিলার হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিশুকবাড়ী মেইনরোড নামক স্থানে (জিআর-৮৬২৫০৮ মানচিত্র ৭৯ এম/১৬) বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী শাড়িগুলো রেখে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১২ বস্তা ভারতীয় অবৈধ শাড়িগুলো জব্দ করে বিজিবি।

এরমধ্যে ভারতীয় লেহেঙ্গা (ক্যাটাগরি-১) = ৯টি, সিজার মূল্য ২০,০০০×৯টি = ১,৮০,০০০/- ভারতীয় লেহেঙ্গা (ক্যাটাগরি-২) = ১৬টি, সিজার মূল্য ১৮,৫০০ × ১৬টি = ২,৯৬,০০০/-ভারতীয় লেহেঙ্গা (ক্যাটাগরি-৩) = ৪৭টি, সিজার মূল্য ১৫,০০০×৪৭টি = ৭,০৫,০০০/- ভারতীয় শাড়ী (ক্যাটাগরি-১) = ১৩৯টি, সিজার মূল্য ৭,৫০০×১৩৯টি = ১০,৪২,৫০০/- ভারতীয় শাড়ী (ক্যাটাগরি-২) = ২৭টি, সিজার মূল্য ৫,০০০×২৭টি =১,৩৫,০০০/- ভারতীয় শাড়ি (ক্যাটাগরি-৩) = ৫১টি, সিজার মূল্য ৩,০০০×৫১টি = ১,৫৩,০০০/- সহ সর্বমোট ২৫,১১,৫০০ পঁচিশ লক্ষ এগার হাজার পাঁচশত) টাকা।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন কমান্ডার লে.কর্নেল সোহেল আহমেদ, পিএসসি,  জানান, ভারতীয় লেহেঙ্গা ও শাড়ির সর্বমোট সিজার মূল্য ২৫,১১,৫০০/- (পঁচিশ লক্ষ এগার হাজার পাঁচশত) টাকা। উল্লেখ্য, বিজিবি কর্তৃক আটককৃত মালামাল সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা মোতাবেক অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টম অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা সবসময় আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

এসএম

Link copied!