Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৭:৩০ পিএম


চুয়াডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতা ও মিডিয়া ব্যক্তিরা অংশ নেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।

পুলিশ সুপার বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক চেতনায় চুয়াডাঙ্গা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযান করার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ তৎপর রয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাকে ও সিভিলে বিভিন্ন দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে।’

কেএস

Link copied!