Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে দুর্গাপূজা উদযাপনের লক্ষে পুলিশ সুপারের মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৯:৩১ পিএম


খাগড়াছড়িতে দুর্গাপূজা উদযাপনের লক্ষে পুলিশ সুপারের মতবিনিময়

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ি  পুলিশ লাইন্স ড্রিল শেডে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে বিশেষ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ এর আয়োজনে শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে, খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম বলেন, ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় খাগড়াছড়ি জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযান করার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়ি জেলা পুলিশ তৎপর রয়েছে।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় এ বছর ৫৭ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তাছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করবে। প্রতিটি পূজা মন্ডপ নিজস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, মানিকছড়ি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার  একে এম কামরুজ্জামান মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো:মিজানুর রহমান,  খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সূর্দশন দত্ত,  সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলার সকল থানার অফিসার ইনচার্জ খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলার  ইমাম ও  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সকল থানা এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক, উপস্থিত ছিলেন।

কেএস

Link copied!