Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টেকনাফ নাফনদী থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

সফিউল আলম, কক্সবাজার

সফিউল আলম, কক্সবাজার

সেপ্টেম্বর ২২, ২০২২, ০১:১৪ পিএম


টেকনাফ নাফনদী থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদীর হ্নীলা মোহনা থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি কাঠের নৌকা জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার রাত ২ টার দিকে নাফনদীর হ্নীলাস্থ মেম্বার ঘাটে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মিয়ানমার থেকে নাফনদী দিয়ে একটি নৌকা শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে আসার দৃশ্য দেখে টহলরত বিজিবি সদস্য ধাওয়া করে। এসময় নৌকায় থাকা লোকজন লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে চলে যায়। পরে ওই নৌকাতে ৯০ হাজার ইয়াবা, ১ প্যাকেট রীচ কফি, ৩ কেজি শুটকি, ১০ প্যাকেট বার্মিজ সিগারেট, ৫ প্যাকেট বিস্কুট ও ০২ বোতল কোমল পানীয় পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকা।

কেএস

Link copied!