Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নীলফামারীতে ডোবার পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৩:৫১ পিএম


নীলফামারীতে ডোবার পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুজন হলো সাজিদ হোসেন (৩) ও তুহিন ইসলাম (৩)। সাজিদ সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের ছেলে এবং তুহিন কৃষক আবুল হোসেনের ছেলে। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ীপাড়ায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, সাজিদ ও তুহিন চিপ্স খেতে খেতে বাড়ির পেছনে খোলা জায়গায় খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তুহিনের মা তারফা বেগম ডোবার পানিতে তাদের ভাসতে দেখে। পরে স্থানীয়রা মিলে দুইজনকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তা শিশুদের মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করে এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

কেএস

Link copied!