Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৫:৪৫ পিএম


ভালুকায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় ভালুকা মডেল থানার উদ্যোগে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের সভাপতিত্বে, ওসি তদন্ত জাহাঙ্গীর আলমের সঞালনায় বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটি ভালুকা শাখার সভাপতি শ্রী মলয় কুমার নন্দী মানিক, সাধারণ সম্পাদক শ্রী বীরেন রায়, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অজিত বনিক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্রদেব।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উথুরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান শারফুল, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

কেএস 

Link copied!