Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সোনাগাজীতে অবৈধ ফুটপাত উচ্ছেদ ও জরিমানা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৫:৫৪ পিএম


সোনাগাজীতে অবৈধ ফুটপাত উচ্ছেদ ও জরিমানা

ফেনীর সোনাগাজীতে অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অনীক চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অনীক চৌধুরী সোনাগাজী পৌরসভা বাজারে অভিযানে নামেন। এ সময় অবৈধভাবে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ ও তাদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে বণিক সমিতির সভাপতি নূর নবী, ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দীন নয়ন ও সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেএস 

Link copied!