Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাসনে রান ফর বেটার বাংলাদেশের আয়োজনে শিক্ষা উপকরণ ও চেক বিতরণ

বাসন (গাজীপুর) প্রতিনিধি

বাসন (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৬:০১ পিএম


বাসনে রান ফর বেটার বাংলাদেশের আয়োজনে শিক্ষা উপকরণ ও চেক বিতরণ

রান ফর বেটার বাংলাদেশ ইউথ ফাউন্ডেশনের  আয়োজনে শিক্ষা উপকরণ, যুব সনদ ও চেক  বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর ১৩নং ওয়ার্ডে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় ১৩নং ওয়ার্ড কাউন্সিলর, আলহাজ্ব খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শামসুন্নাহার ভুঁইয়া, এমপি,৩১৩- মহিলা আসন-১৩। প্রধান আলোচক, হারুণ অর রশীদ খান, উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক, শবরাত হোসেন রুবেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মনসুরুল ইসলাম, রান ফর বাংলাদেশ ইউথ ফাউন্ডেশনর সভাপতি, রকিবুল ইসলাম, গাজীপুর মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক, কবির আহমেদ মন্ডল, বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বিকাশ সরকার, ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর, লিপি চৌধুরী (মনি), সংগঠনের সাংগঠনিক সম্পাদক, রাশেদুল ইসলাম রোমান প্রমূখ।

অনুষ্ঠানে ১২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ৩০ জন যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও যাতায়াত ভাতা এবং ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

কেএস 

Link copied!