Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাগরে জাল পাতা নিয়ে সংঘর্ষে আহত সাত জেলে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৭:৩৪ পিএম


সাগরে জাল পাতা নিয়ে সংঘর্ষে আহত সাত জেলে

সাগরে জাল পাতাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের সাত জেলে আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামাল সিকদার, রিয়াজ ফকির, জামাল হোসেন ও রুবেলকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানা গেছে, সাগরে জাল পাতা নিয়ে দুই দল জেলেদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায় সংঘর্ষ হলে উভয় পক্ষের সাতজন আহত হয়। তাদেরকে তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারহা তাসনিম তৃনা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএম

Link copied!