Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আদমদীঘিতে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৭:৫০ পিএম


আদমদীঘিতে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়ের বদলী জনিত কারণে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করে অফিসার্স ক্লাব। গত বুধবার দুপুরে অফিসার্স ক্লাবে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায়ী ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম প্রমুখ।

বিদায়ী ইউএনও শ্রাবণী রায় বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে নাটোর জেলার গুরদাসপুর উপজেলায় বদলী হয়ে গেলেন। আদমদীঘি উপজেলায় ইউএনও’র অতিরিক্ত দায়িত্বে থাকবেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলে জানাগেছে।

এসএম

Link copied!