Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বগি লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৪, ২০২২, ১১:৫৩ এএম


ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

টিএইচ

Link copied!