Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০১:৫৩ পিএম


হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় বানিয়াচংয়ের মাইন্দারবিলের পিঠেবাড়ীর হাওরে ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিশপুর এলাকার বন্দেরবাড়ীর মৃত তারা উল্লার ছেলে নুর উদ্দিন (৪০) এবং একই গ্রামের খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৬০) সকালের দিকে বানিয়াচংয়ের মাইন্দেরবিলের পিঠেবাড়ীর হাওরে কাজ করতে যান।

তারা জমিতে সার দেয়া অবস্থায় আকস্মিক বজ্রপাত ঘটে তাদের উপর। এসময় তারা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানসহ পুলিশ প্রশাসনের লোকজন হাওরে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেন। 

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি জানান। নিহত দুই কৃষক পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।

টিএইচ

Link copied!