Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চেষ্টা করেও বাঁচানো গেলো না আহত কাওসারকে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৩:৫৯ পিএম


চেষ্টা করেও বাঁচানো গেলো না আহত কাওসারকে

বরিশালের বাকেরগঞ্জে ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেলের শত চেষ্টায়ও বাঁচানো গেলোনা সড়ক দুর্ঘটনায় আহত কাওসারকে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১.৩০ টার সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লক্ষীপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, শুক্রবার বেলা ১.৩০ টার সময় কাওসার বটতলা থেকে বাইসাইকেল চালিয়ে লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্ট এর দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে কুয়াকাটাগামী গ্রীনলাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৩১৮৯) বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের লক্ষীপাশা নামক স্থানে পিছন থেকে তাকে ধাক্কা দিলে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল ঘটনাস্থলে গিয়ে আহত কাওসার হোসেনকে উদ্ধার করে পুলিশ ভ্যানে করে তিনি নিজে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হলে সে মৃত্যুবরণ করে। নিহত কাওসার মল্লিক ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের শামিম মল্লিকের  পুত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন।

কেএস 

Link copied!