Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হলেন আনছার আলী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৬:৫৫ পিএম


টাঙ্গাইলের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হলেন আনছার আলী

টাঙ্গাইলের কালিহাতী সদরের বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ এসএমসির সভাপতি বাছাই পর্বে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন।

তিনি এর আগে কালিহাতী উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হয়েছিলেন। আনছার আলী বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে জড়িত থেকে সভাপতি হিসেবে স্কুলের উন্নয়নে সবসময় ভূমিকা রেখে চলেছেন।

তার এই সাফল্যে বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের এসএমসির সকল সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক, সকল শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি বলেন, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সকলের দোয়ায় যেন আগামীতে শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে আমার।

কেএস 

Link copied!