Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আলমডাঙ্গায় যুবকের হাত-পা বিছিন্ন মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০১:১২ পিএম


আলমডাঙ্গায় যুবকের হাত-পা বিছিন্ন মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় হাত-পা বিচ্ছিন্ন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে ফাঁড়ির পুলিশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালের দিকে আলমডাঙ্গা উপজেলার রেল রেলজগন্নাথপুর গ্রামের রেললাইনের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সানারুল ইসলাম। সে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের দায়পাড়ার ঝড়ু মন্ডলের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা রাত ৪টার দিকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়ে ওই যুবক। তার ডান হাত ও দুই পা ছিন্নভিন্ন হয়ে গেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি আমি জেনেছি। মোবাইল ফোনে কথা বলার সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এ বিষয়ে নিহতর পরিবার কোনো মামলা দায়ের করে নি।

এআই

Link copied!