Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

স্কুলড্রেসে হোটেল-রেস্তোরাঁ-পার্কে গেলে আটক করার নির্দেশ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৩:৪৪ পিএম


স্কুলড্রেসে হোটেল-রেস্তোরাঁ-পার্কে গেলে আটক করার নির্দেশ
ছবি প্রতীকী

স্কুল চলাকালীন কোনো শিক্ষার্থীকে হোটেল ও রেস্তোরাঁ কিংবা পার্কে পাওয়া গেলেই তাকে আটক করার নির্দেশ দিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

এছাড়া স্কুল-কলেজের সামনে, এমনকি পাড়া-মহল্লায় কোনো বখাটে ঘোরাফেরা করলে তাদেরও আটক করে গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে এ ঘোষণা দেন নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এসময় মাদকের বিস্তার রোধে আগামী এক মাসের মধ্যে সবাইকে নিয়ে সৈয়দপুরকে মাদকমুক্ত করার ঘোষণাও দেন তিনি।

সৈয়দপুর থানার আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন-সৈয়দপুর ওসি সাইফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য দেন-সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিন হোসেন।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আই

Link copied!