Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোয়ালখালীতে দূর্গাপূজার শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৩:৪৪ পিএম


বোয়ালখালীতে দূর্গাপূজার শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবকে ঘিরে বোয়ালখালীতে মন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ।

মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার কাজ। রঙের আঁচড়ে দেবী দূর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙ-ঢঙে। পূজা ঘনিয়ে আসায় এখন রাত দিন ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি প্রতিমাকে রঙ-তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা। চলছে সাজ-সজ্জার কাজও। দেবী দূর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। যেন দম ফেলার ফুসরত নেই মৃৎশিল্পীদের। পুরুষদের কাজে সাহায্য করছে বাড়ির নারীরাও।

বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস জানান, এবার বোয়ালখালীতে সার্বজনীন ৯০টি ও ব্যক্তিগত ৫২টি পূজা মণ্ডপে দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। উৎসব উদযাপনের সব প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন পরিষদ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে এখন পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে সে সকল স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।  

কেএস 

Link copied!