Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে অভিযানে মাদক উদ্ধার, আটক ৫

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৪:১১ পিএম


পূবাইলে অভিযানে মাদক উদ্ধার, আটক ৫

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্টো থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ও দুটি মোবাইলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে বিশেষ সংবাদের ভিত্তিতে এস আই আবুল কাশেম সঙ্গীয় এ এস আই আলমগীর হোসেন -২,এ এস আই আলমগীর -১ ও নারী কং/১১২ তাসলিমা সহ পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় মাদক উদ্ধার অভিযানে নগদ ২০০০টাকা, একটি itel বাটন মোবাইল, একটি SAMSUNG A32 সহ আসামিদের গ্রেপ্তার করা হয়।যার পূবাইল থানা মামলা নং ২০ তারিখ ২৬/০৯২০২২

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ১. দেলোয়ার হোসেন (৩২), ২. শরিফা বেগম (৩৭), ৩. সোহানা (২১), ৪. শুভ হোসেন বকুল (৩০), ৫. রাব্বি হাসান (২২)।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!