Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৬:১৮ পিএম


লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের সদস্যকে ছুরিকাঘাতে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন।

দণ্ডিত আসামি মো. আমিনের বাড়ি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, ওমর ফারুক সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০১৭ সালের ৩১ মার্চ রাতে শ্যামগঞ্জের পাটওয়ারীরহাট বাজার থেকে বাড়ি যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে ফারুকের মৃত্যু হয়।

এ ঘটনায় ফারুকের স্ত্রী আমেনা খাতুন নয়জনের নামে ও অজ্ঞাত পরিচয়ের আরো ৭/৮জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আমিনকে গ্রেপ্তার করে। 
২০১৮ সালের ১১ মে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আরেফিন আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন পিপি জানান, পুলিশের তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

কেএস 

Link copied!