Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সভাপতি সোহেল মিয়া, সম্পাদক শাহিনুল হক

জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির চট্টগ্রাম সার্কেলের কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৬:৩৮ পিএম


জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সহকারী সমিতির চট্টগ্রাম সার্কেলের কমিটি গঠন

বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস সহকারী সমিতির চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে কুমিল্লায় গত শনিবার সকাল ১০টায় কুমিল্লার নির্বাহী প্রকৌলীর কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও সমিতির সদস্যদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের চট্টগ্রাম সার্কেলের স্টোনোগ্রাফার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহির উদ্দিন দেওয়ান, অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ স্বপন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ঢাকা সার্কেলের সভাপতি মোঃ কামাল হোসেন, অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কুমিল্লা বিভাগের  প্রধান সহকারী মোঃ মাহবুব মাওলা, সার্বিক তত্ত্বাবধায়নে ক্যাশিয়ার মোঃ মোস্তফা হোসেন,
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক মোঃ শাহিনুল হক, বাংলাদেশ  জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিস সহকারী সমিতির খুলনা সার্কেলেরর সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম প্রমূখ।  

পরে বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস সহকারী সমিতির ফেনী জেলার মোঃ সোহেল মিয়াকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, (কক্সবাজার জেলা) সহ-সভাপতি উজ্জল বড়ুয়া, (কুমিল্লা বিভাগ) কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল হক, (চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার) যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ গাজী, (লক্ষীপুর সদর উপজেলার) সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পদক আল-আমিন, দপ্তর সম্পাদক মোঃ জুম্মন হোসাইন, প্রচার সম্পাদক মাহবুব আলম শুভ,  মহিলা সম্পাদক শাহিনা আক্তার, সদস্য এস.এম ইকবাল হোসেন, মোঃ মিজানুর রহমান।

কেএস

 

Link copied!