Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় ট্রাকের ধাক্কায় চালক নিহত

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৭:১৬ পিএম


ভালুকায় ট্রাকের ধাক্কায় চালক নিহত

ময়মনসিংহের ভালুকায় ড্রাম ট্রাকের পেছনে লবণ বোঝাই ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. রফিকুল ইসলাম তারাকান্দা থানার বকশিমূল গ্রামের আক্কাছ আলীর ছেলে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় লবণ বোঝাই ট্রাকটি চালাচ্ছিলেন ড্রাইভার রফিকের ভাগিনা জুয়েল এবং ওই সময় ড্রাইভার রফিক তার পাশে বসা ছিলেন।

এক পর্যায়ে সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে লবণ বোঝাই ট্রাকটি একটি ড্রাম ট্রাকের পেছেনে ধাক্কা দেয়।এতে, চালক রফিক ঘটনাস্থলেই মারা যান।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।

এআই 

Link copied!