Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য এম এস রহমান

সাদুল্লাপুর প্রতিনিধি

সাদুল্লাপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৭:৪৮ পিএম


বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য এম এস রহমান

গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ২৫ সেপ্টেম্বর ছিলো মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিন চেয়ারম্যান পদে একজন ও সদস্য পদে একজন মোট দুজন মনোনয়ন প্রত্যাহার করেন।

চেয়ারম্যান পদে খাদেমুল ইসলাম খুদি মনোনয়ন প্রত্যাহারের ফলে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন।

জেলা পরিষদ নির্বাচনে ২ ওয়ার্ড (সাদুল্লাপুর উপজেলা) দুই জন প্রার্থীর মধ্যে লাকী আকতার বানু মনোনয়ন প্রত্যাহার করায় অধ্যক্ষ এম এস রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

২৬ সেপ্টেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোতালেব বলেন একজন প্রার্থী হওয়া তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায়  শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থকের মধ্যে বইছে আনন্দের সুবাতাস চলছে মিষ্টি খাওয়ার ধুম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় উপজেলা বাসী সহ ভোটার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ এম এস রহমান বলেন,আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি ও উপজেলা বাসীর দোয়া ও সহযোগীতা কামনা করছি।

এসএম

Link copied!