Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

কুষ্টিয়ায় দুই নৌকার সংঘর্ষ, একজন নিখোঁজ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৯:১৫ পিএম


কুষ্টিয়ায় দুই নৌকার সংঘর্ষ, একজন নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীতে দুই বালুবাহী নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উবাই সরদার (৪০) নামের একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নদী সাঁতরে কুলে উঠে প্রাণে বেঁচে গেলেন আরও ১৭ শ্রমিক।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ উবাই সরদার জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের দশ মাইল এলাকার জালাল সরদার ছেলে।

স্থানীয় ও নৌকায় থাকায় শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনার সুজানগরের তারাপুর চর থেকে দুটি বালুবাহী নৌকা পদ্মা নদী দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল ঘাটে যাচ্ছিলেন। পথে বিকেল ৪টার দিকে কুমারখালীর শিলাইদহের কোমরকান্দি এলাকায় পৌঁছালে আগের নৌকা স্রোতে উল্টে যায়। এতে উল্টে যাওয়া নৌকার সঙ্গে পেছনে থাকা নৌকার সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই নৌকার মাঝিসহ ১৮ জন শ্রমিক পানিতে পড়ে যান। পরে নদী সাঁতরে মাঝিসহ ১৭ জন শ্রমিক তীরে আসতে সক্ষম হন। এ ঘটনায় শ্রমিক উবাই সরদার এখনো নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে নৌকায় থাকা শ্রমিক আলাউদ্দিন বলেন, তারাপুর থেকে বালু নিয়ে বারোমাইল যাচ্ছিলাম। নৌকায় আমরা ১৪ জন ছিলাম। যাওয়ার পথে কোমরকান্দি এলাকায় আমাদের নৌকা স্রোতে উল্টে যায়। এ সময় অপর নৌকা এসে ধাক্কা দেয়। আমরা সবাই সাঁতরে প্রাণে বেঁচে কিনারে ফিরেছি। কিন্তু উবাই এখনো নিখোঁজ।

অপর নৌকার শ্রমিক আমজাদ আলী বলেন, হঠাৎ আগের নৌকা স্রোতে উল্টে গেলে আমাদের নৌকায় ধাক্কা লাগে। ধাক্কায় আমাদের নৌকাও উল্টে ডুবে যায়। আমরা চারজন ছিলাম নৌকায়। সাঁতরে সবাই তীরে চলে আসি।

কেএস 

Link copied!