Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৪:৫৯ পিএম


খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

"পর্যটনের নতুন ভাবনা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে পার্বত্য জেলাপরিষদের আয়োজনে খাগড়াছড়ি পর্যটন মোটেল এর সহযোগিতায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে খাগড়াছড়ি পৌর সভা থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে খাগড়াছড়ি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি  ক্ষুন্দ্র নৃ-গোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউট  মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

আলোচনা সভার আগে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী পায়রা উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস উদ্বোধন করেন।

এসময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটোন খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক এস অনন্ত ত্রিপুরা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আকতার হোসেন, হোটেল অরণ্য বিলাসের মালিক স্বপন দেবনাথ, হোটেল হিল হেভেন এর মালিক মো:জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলার সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নিতে সমন্বিত  উদ্যোগের প্রয়োজন জেলার কমিউনিটি টুরিজমকে উৎসাহিত করতে যা যা প্রয়োজন সব কিছু করার আশ্বাস জানিয়ে বক্তারা আরো বলেন, জেলার আলুটিলা রহস্যময় গুহা, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্না, জেলা পরিষদের পার্ককে ঘিরে বিস্তৃত এলাকা জুড়ে কমিউনিটি টুরিজমে অপার সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি বর্তমানে বেশ কিছু রিসোর্ট ও পর্যটন স্পট গড়ে উঠেছে যা পর্যটন সেক্টরকে সামনের দিকে  এগিয়ে নিতে  ভূমিকা রাখবে। আশা করা যায়, খাগড়াছড়ি আগামীতে একটি উন্নত পর্যটন জেলা হিসেবে পরিচিতি লাভ করবে।

অনুষ্টানে আবাসিক হোটেল মালিক সদস্য, স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা টুরিজ পুলিশ, বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেএস

Link copied!