Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলপুর থানা পুলিশের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন

ফুলপুর প্রতিনিধি

ফুলপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২২, ০২:৪৮ পিএম


ফুলপুর থানা পুলিশের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন

ময়মনসিংহের ফুলপুরে থানা পুলিশের উদ্যোগে পৌর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে থানা প্রাঙ্গনে এ কাজের শুভ উদ্বোধন করা হয়।

এসময় ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, অপরাধ দমন, সনাক্ত ও যানজট নিরসনে পৌর শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হবে। আধুনিকায়নের যুগে অপরাধীরা তাদের অপরাধের ধরন পাল্টেছে।

তাই বর্তমানে বাংলাদেশ পুলিশ অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করছে। পৌর এলাকাটি সিসি ক্যামেরার আওতায় আসলে অপরাধ অনেক কমে যাবে বলে আমরা আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান সাহা আলী, ৫ নং ফুলপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ফকির, ফুলপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান, ফুলপুর থানার ডিউটি অফিসার মাহবুবুর রহমান, এস আই আব্দুল খালেক, সিংহেশ্বর ইউপি সদস্য তোলা মিয়া প্রমুখ। 

এআই

Link copied!