Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৬:৫১ পিএম


ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যোবায়ের হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশী ফরমান আলীর আঙ্গিনায় বন্ধুদের সাথে খেলছিল শিশুটি। এসময় আঙ্গিনায় ব্যাটারিচালিত ভ্যানের ব্যাটারি বৈদ্যুতিকভাবে চার্জ দেয়া হচ্ছিল। অসাবধানতাবশত শিশুটি সেখানে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এসএম

Link copied!