Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

নাগরপুরে হাফেজ তাকরিমকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৫:৩৫ পিএম


নাগরপুরে হাফেজ তাকরিমকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে নাগরপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি ও বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুছ ছামাদ, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সালেহ আহমদ তাকরিম ৪২ তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নাগরপুর-টাঙ্গাইল তথা পুরো বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। গত বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের একটি গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে সালেহ আহমদ তাকরিম আন্তর্জাতিক কুরআন হিফজের বড় এই প্রতিযোগিতায় বিশ্বের ১১১ টি দেশের ১৫৩ জন হাফেজ এর মধ্যে এই তৃতীয় স্থান হওয়ার বড় গৌরব অর্জন করেছে।

এসএম

Link copied!