Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আগৈলঝাড়া ১৬৩ পূজা মণ্ডপে প্রধানমন্ত্রী উপহার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৬:৪২ পিএম


আগৈলঝাড়া ১৬৩ পূজা মণ্ডপে প্রধানমন্ত্রী উপহার

বরিশালের আগৈলঝড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় ১৬৩টি পূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর আর্থিক শুভেচ্ছা উপহার ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বিশেষ বরাদ্দর অর্থ বিতরণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও দেশের সবচেয়ে বেশী পূজা তৈরি করা হয়েছে আগৈলঝাড়া উপজেলায়।

বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অনিমেষ মণ্ডলের সঞ্চালনায় ১৬৩টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উপহারের আর্থিক সহায়তা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক বিপুল দাস।

অতিথীরা অশ্লীলতা পরিহার করে, আইন শৃঙ্খলা বজায় রেখে, বিদ্যুৎ সাশ্রয় করে ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে সকল মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের শারদীয় পূজা উদযাপনের আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বখতিয়ার, আনসার ও ভিডিপি অফিসার আয়শা খানম, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, শফিকুল হোসেন টিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ দলের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, উপজেলার ১৬৩টি পূজা মণ্ডপের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিটি মণ্ডপের অনুকুলে পাঁচশ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নিজস্ব তহবিল থেকে প্রতিটি মণ্ডপে পাঁচ হাজার টাকা বরাদ্দ করা হয়। এছাড়াও উপজেলার দশটি মণ্ডপে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর বিশেষ বরাদ্দের ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

এসএম

Link copied!