Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ধর্ম যার যার, উৎসব সবার: ফজলে করিম চৌধুরী

রাউজান প্রতিনিধি

রাউজান প্রতিনিধি

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৫:০৭ পিএম


ধর্ম যার যার, উৎসব সবার: ফজলে করিম চৌধুরী

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন রাউজান সম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জনপদ, এখানে কেউ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। এ উপজেলার মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে হৃদয়ে ধারণ করে সকল উৎসবে পার্বণে সামিল হয়। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজায় কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। জামাত শাসন আমলে হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন ও মাঠ মন্দিরে হামলা করে সংখ্যালঘুদের আতংকে রাখার চেষ্টা করে শুধু ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে পারে। এ ব্যাপারে সকলকে সর্তক ও সজাগ থাকতে হবে। রাউজানে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার পাঁচদিন আমি রাউজানে থাকবো।

প্রতিটি পূজা মন্ডপে আমি যাওয়ার চেষ্টা করবো। তিনি  ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাউজান রাস বিহারী ধাম চত্বরে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সভা, বস্ত্র বিতরণ ও সরকারী ভগ্যপণ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, পৌর কাউন্সিলর দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, শওকত হাসান চৌধুরী, জানে আলম জনি, পূজা কমিটির সুজিত দত্ত, নেতা অশোক পালিত, প্রদীপ শীল, তপন দে, সাজু পালিত, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী,  জিকু দত্ত, দিলীপ কুমার দে, মিঠু শীল, সবুজ দে ভানু, অনিক দাশ গুপ্ত সহ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পুজা উপলক্ষে দুই হাজার পূজার্থীকে বস্ত্র ও সরকার প্রদত্ত পূজার ভগ্যপণ্য বিতরণ করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

অপরদিকে দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। দক্ষিণ রাউজান গঙ্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় এখানে জেলা উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দসহ স্থায়ীয় আওয়ামীলীগ নেতারা উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!