Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরিশালের ৩৪ ভাসমান বেঁদে পরিবার পাচ্ছে স্থায়ী ঠিকানা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৫:১১ পিএম


বরিশালের ৩৪ ভাসমান বেঁদে পরিবার পাচ্ছে স্থায়ী ঠিকানা

স্থায়ী স্বপ্নের ঠিকানা পাচ্ছেন নদীতে ভাসমান ৩৪টি বেঁদে পরিবার। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে তাদের দেয়া হবে জমিসহ বসতঘর।  

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা শশী বলেন, ইতোমধ্যে উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের পুরাতন ফেরিঘাট এলাকায় আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ছিন্নমূল ভাসমান বেঁদে পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ওই বসতঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, চতুর্থ পর্যায়ে বেঁদে পরিবারসহ ভূমিহীন ও গৃহহীনদের জন্য মোট ৫৩টি বসতঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে বাবুগঞ্জ উপজেলায় নির্মিত মোট ২৭৬টি বসতঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

কেএস 
 

Link copied!