বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৫:৩৪ পিএম
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৫:৩৪ পিএম
সরকারি রাস্তার উপর বেআইনি ভাবে কাঠের স’মিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করায় মৌলভীবাজারের জুড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জব্বার এর উপর সন্ত্রাসী কায়দায় রাতে আধারে হামলা ৫ জনের বিরুদ্ধে জুড়ি থানায় মামলা হয়েছে।
অপরাধীদের গ্রেপ্তারের প্রতিবাদে জুড়ির জায়ফরনগর সদর ইউনিয়নের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন সভায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা না হয় পরবর্তী কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন মানববন্ধনে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জুড়ি উপজেলা সদরের বিজিপি ক্যাম্প ও সদর ইউনিয়ন পরিষদের সম্মুখে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। উপজেলার ৫ ইউনিয়নের ইউ পি সদস্য সদস্যা এছাড়া ও শ্রমিক নেতৃবৃন্দরা মানববন্ধনে ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জায়ফরনগর সদর ইউনিয়নের চেয়াম্যান মাছুম রেজা প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আজাদ আহমদ, কামরুল ইসলাম, ইমতিয়াজ গফুর মারুফ, খোরশেদ আহমদ, জাকির হোসেন মনির, সেলিম উদ্দিন, মনির আহমদ, শ্রমিক নেতা খোরশেদ আলম গাজি, ইউ পি সদস্য আবুল কাশেম,আবুল কালাম, ইউপি সদস্য শরফ উদ্দিন, ফজলু মিয়া, অনেকে বক্তব্য রাখেন।
কেএস