Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৮:৪৬ পিএম


যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকার কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টানের কোনো ভেদাভেদ ছিল না। সবাই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং দেশ স্বাধীন হয়েছে। যেকোনো মূল্যে এই সম্প্রীতি বজায় থাকবে এবং দেশ আরও এগিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোলার লালমোহনে ‘শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারো কোনো দুরভিসন্ধিতে কাজ হবে না। চলমান দুর্গাপূজায় কোনো অবস্থাতেই কুমিল্লার পুনরাবৃত্তি ঘটবে না। বাংলাদেশের সব পূজা মণ্ডপে সি.সিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভলান্টিয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকছে।’  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এছাড়া ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই এলাহি চৌধুরী, ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং লালমোহন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এবি

Link copied!