Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

যশোরে মোটরসাইকেল ট্রায়াল দেয়ার নামে নিয়ে চম্পট

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

অক্টোবর ১, ২০২২, ০৫:৪৯ পিএম


যশোরে মোটরসাইকেল ট্রায়াল দেয়ার নামে নিয়ে চম্পট

যশোরে র‌্যাব পরিচয়দাতা এক প্রতারককে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঝিকরগাছা থেকে হালিম মালী ছদ্মনাম সাত্তার (৪৬) নামের প্রতারক চোরকে আটক করা হয়। তিনি খুলনার পাইকগাছার শ্যামনগর গ্রামের বাসিন্দা।

শনিবার (১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঝুমঝুমপুরে কবির মোটরওয়ার্কসপের মেকানিক মিন্টুর কাছ থেকে পালসার মোটরসাইকেল কেনার প্রস্তাব করে ট্রায়ালের কথা বলে মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় ভুয়া র‌্যাব পরিচয়দাতা ওই মোটরসাইকেল চোর। শুক্রবার ঝিকরগাছা এলাকায় অবস্থান শনাক্ত করে ভুক্তভোগী অভিযোগকারী উক্ত এলাকায় চৌকি দিয়ে দেখতে পেয়ে আটকের চেষ্টা করলে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়।’

এ খবর পেয়ে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকারের নির্দেশে এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক করে চোর হালিম মালীকে। তার তথ্যের মতে, খুলনার পাইকগাছা থানাধীন কপিলমনি শ্যামনগর গ্রামে অভিযান পরিচালনা করে নাম্বার প্লেটসহ পরিবর্তন/পরিবর্ধন করা চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানার মামলা হয়েছে।’

এসএম

Link copied!