Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

অক্টোবর ১, ২০২২, ০৮:১৯ পিএম


ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মকবুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে প্রবীণ ব্যক্তিদের অভিজ্ঞতা  ও জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানান। সেই সাথে তাদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

এসএম

Link copied!