Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীর পূজা মন্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

অক্টোবর ২, ২০২২, ০৩:৪৯ পিএম


নীলফামারীর পূজা মন্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

নীলফামারীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। জেলা শহরের পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা মন্ডপ কমিটি ও জেলা পুজা উদযাপন কমিটি ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা (রাজস্ব) আজাহারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মির্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন সহ আরো অনেকে।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এ কামনা করেন তিনি।

কেএস 

Link copied!