Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ২, ২০২২, ০৫:২১ পিএম


বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা এই শ্লোগান নিয়ে রোববার (২ অক্টোবর) সকাল বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সার্ক সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম, দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি অধ্যাপক আমীনুর রহমান খানসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবস এর বিভিন্ন দিক তুলে ধরেন।

কেএস 

Link copied!