Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

বাগেরহাটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

অক্টোবর ২, ২০২২, ০৫:৩১ পিএম


বাগেরহাটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের ফকিরহাটে কাভার্ডভ্যানের চাপায় রাজু সরকার (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২ অক্টোবর) দুপুরে খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালের হাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু সরকার (২৪) মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি গ্রামের তপন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী মাসুম বিল্লাহ বলেন, বাগেরহাটের কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোল্লাহাটের দিকে যাচ্ছিল রাজু সরকার। পালেরহাট নামক স্থানে পৌঁছালে খুলনাগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাজু নিহত হন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে।

এসএম

Link copied!