Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গায় স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২, ২০২২, ০৮:৩০ পিএম


চুয়াডাঙ্গায় স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ অক্টোবর) স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে আগত ৩১ জন ক্ষুদে দাবাড়ুরা সাতটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া তিন দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ।

এসময় ছয় জন খেলোয়াড়কে সেরা খেলোয়াড় হিসেবেও ভূষিত করা হয়। দেয়া হয় পুরস্কারও।

মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার আবদুল্লাহ্ আল মামুন ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও খেলায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীরা।

এর আগে শনিবার (১ অক্টোবর) বেলা ১২টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার আবদুল্লাহ্ আল মামুন ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতির সভাপতিত্বে মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস-২০২২ এর স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়।

 

Link copied!