Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে বেপোয়ারা বাস কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ৩, ২০২২, ০৩:৩০ পিএম


বরিশালে বেপোয়ারা বাস কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

বরিশালের গৌরনদীতে বেপোয়ারা বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে রির্পোট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামে একটি বাসের চাপায় বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যাক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল ৫৫২৫৯১। এ ঘটনার পরপরই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত বাস আটক করা হয়েছে।

কেএস 

Link copied!