Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খুলশীতে পুনাকের বিশুদ্ধ পানির ব্যবস্থার উদ্বোধন

আজিজুল হক, চট্টগ্রাম

আজিজুল হক, চট্টগ্রাম

অক্টোবর ৩, ২০২২, ০৪:৩৫ পিএম


খুলশীতে পুনাকের বিশুদ্ধ পানির ব্যবস্থার উদ্বোধন

চট্টগ্রাম মহানগরীতে জনসাধারণের জন্য বিশুদ্ধ খাবার পানি পান করার ব্যবস্থার উদ্বোধন করেছেন পুনাক সভানেত্রী রীতা দাস।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর খুলশীতে পুনাক শোরুমের সামনে স্থাপিত বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক সহ-সভানেত্রী জনাব রুবি ইয়াসমিন, সহ-সভানেত্রী মেহতাজ শিল্প, সাধারণ সম্পাদিকা ইসমত আরা শিমু এবং কোষাধ্যক্ষ মুনমুনসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

পুনাক সভানেত্রী রীতা দাস বলেন, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাটি পুনাকের একটি জনসেবামূলক কার্যক্রম। এই কার্যক্রমটি ২৪ ঘণ্টা পানি পান করার জন্য সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে। পুনাক পুলিশ সদস্যদের পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কেএস 
 

Link copied!