Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

লালমোহনে মাদরাসা ছাত্র নিখোঁজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২২, ০৬:২৩ পিএম


লালমোহনে মাদরাসা ছাত্র নিখোঁজ

ভোলার লালমোহনে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে এক শিশু। রোববার সকালে আশিক (১১) নামের ওই শিশু মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ মেলেনি। 
মাদরাসায় খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও যায়নি আশিক। তার বাড়ি লালমোহন উপজেলার দক্ষিণ লালমোহন গ্রামের ৩নং ওয়ার্ডে। শিশু আশিককে খুঁজে না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

এ ব্যাপারে সোমবার লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছে আশিকের দাদা আব্দুল আলিম। জিডি নং-১৩২। আশিকের বাবা আজাদ ওমান প্রবাসী। সে বাবা-মায়ের ২ সন্তান।  

জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে শিশু আশিক রায়চাঁদ বড় হুজুরের মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। সে ওই মাদরাসার হেফজ বিভাগে পড়ে। কিন্তু আশিক মাদরাসায় যায়নি বলে মাদরাসা থেকে ফোনে জানানো হয়। পরে তার খোঁজাখুঁজি করেও কোথাও কোন হদিস পাচ্ছে না পরিবারের লোকজন। আশিকের কোন খোঁজ পেলে তার দাদা আব্দুল আলিমের ফোন নম্বর (০১৮৩৪৪০১০৩২, অথবা ০১৭৩৫৭৬৬৬৮৩) জানানোর জন্য অনুরোধ করা গেল।

কেএস 
 

Link copied!