Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২২, ১১:৩৭ এএম


চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে  পড়ে মনির হোসেন আকন নামে এক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী তার সহধর্মিণী আহত হয়েছেন।

সোমবার (৩ অক্টোবর) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ষাটপাকিয়া স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন আকন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি গাছের ডাল ভেঙে পড়ে  চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে। এতে মোটরসাইকেল চালক মনির হোসেনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন এবং গুরুতর আহত স্ত্রীকে উন্নত চিকিৎসার  জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, গাছের ডাল পড়ে একজন সরকারী চাকরিজীবী নিহত হয়েছেন। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে।

কেএস

Link copied!