Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২২, ০১:১৮ পিএম


শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার হালিউরা গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চত করে জানান, প্রায় মাস দুয়েক আগে স্ত্রী ফজিলা খাতুনকে নিয়ে ওই ভাড়া বাড়িতে ওঠে জহিরুল। সোমবার (৩ অক্টোবর) সকালে অসুস্থতাবোধ করায় অফিসে যাবে না বলে স্ত্রীকে জানায়। পরে স্ত্রী একাই কারখানায় চলে যায়। লান্স (মধ্যাহ্ন) বিরতিতে বাসায় আসলে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে জহিরুলকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ীর অন্যান্যদের সহযোগিতায় দরজা খুলে ঘরে প্রবেশ করে তার স্বামী জহিরুল ইসলামের গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায়। সে তিব্বত গ্রুপের স্থানীয় রিদিশা পোশাক কারখানায় চাকরি করতেন।

ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় ক্ষোভে সে আতœহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কেএস 

Link copied!