Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফোন কিনে না দেয়ার স্কুলছাত্রের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২২, ০৩:২১ পিএম


ফোন কিনে না দেয়ার স্কুলছাত্রের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে ফরহাদ হোসেন নামের এক সপ্তম শ্রেণির ছাত্র  আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকাল সাতটায় নিজ শয়ন ঘরের ধরনার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মা জানালা দিয়ে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশী লোকজন দৌড়ে এসে ফরহাদকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করলে লাশ পুলিশ থানায় নিয়ে আসেন। নিহত ফরহাদ উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের দক্ষিণ কামালপুর এলাকার আশরাফুল আলমের ছেলে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, থানায় ইউডি মামলার পরিপ্রেক্ষিতে লাশ পোস্টমর্টেমের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

এসএম

Link copied!